প্রযোজক-নির্মাতা মতিউর রহমান পানু আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/25/panu-pic.jpg)
‘বেদের মেয়ে জোছনা’খ্যাত প্রযোজক, পরিচালক মতিউর রহমান পানু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ খবর নিশ্চিত করেছেন।
খসরু বলেন, ‘২৪ মার্চ রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসায় মতিউর রহমান পানু মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।’
খসরু আরো বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি সম্মান ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
মতিউর রহমান পানু ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদরে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠা বগুড়াতেই, তিনি ১৯৬২ সালে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল থেকে এসএসসি পাস করেন এবং কিছুদিন পর বগুড়া জেলা থেকে ঢাকায় চলে আসেন। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পা রাখেন। প্রথমে তিনি কয়েকজন গুণী চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন। তিনি প্রধানত পরিচালক বাবুল চৌধুরীর সহকারী হিসেবে বেশি কাজ করেছেন, যেমন—‘আঁকাবাঁকা’, ‘টাকা আনা পাই’, ‘প্রতিশোধ’। ১৯৭৯ সালে তিনি ‘হারানো মানিক’ পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
‘বেদের মেয়ে জোছনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্র প্রযোজনা করেছেন পানু। তাঁর পরিচালিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে—‘হারানো মানিক’, ‘আপন ভাই’, ‘নাগ মহল’, ‘নির্দোষ’, ‘সাহস’, ‘মান মর্যাদা’, ‘নির্যাতন’, ‘সাথী’ প্রভৃতি।