প্রেসক্লাবে রিয়াজ উদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন
একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, দি ফিন্যান্সিয়াল হেরাল্ড-এর সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম জানাজা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় রিয়াজ উদ্দিন আহমদের জানাজা হয়।
জানাজার নামাজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগ নেতা ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারাসহ বিপুল জনসমাগম হয়।
জানাজার আগে বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। রিওয়াজ উদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে এম মাসরুর রিয়াজ। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান ও মো. সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বুলবুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনী চৌধুরী, বিভিন্ন পত্রিকার সম্পাদক, টিভি চ্যানেলের প্রধান নির্বাহীরা।
গতকাল শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ।
জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে রিয়াজ উদ্দিন আহমেদকে বহনকারী অ্যাম্বুলেন্স তাঁর জন্মস্থান নরসিংদীর মনোহরদী উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেয়। সেখানে জোহর নামাজের পর তাঁর দ্বিতীয় জানাজা হবে। শেষ জানাজা হবে রাজধানীর বনানীর বাসভবনে। বাদ আসর সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে দাদীর কবরস্থানে উনাকে শায়িত করা হবে।