সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ বনানীতে শায়িত
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম জানাজা এবং মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেসক্লাব থেকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নরংসিংদীতে। সেখানে শ্রদ্ধা ও দ্বিতীয় দফা জানাজা শেষে ফের ঢাকায় আনা হয়। বাদ আসর তৃতীয় জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে খ্যাতিমান এই সাংবাদিককে।
ছাত্ররাজনীতি, ট্রেড ইউনিয়ন নেতা, সংবাদকর্মী, সাংবাদিক-সম্পাদক সব জায়গায় আলো ছড়িয়েছেন রিয়াজ উদ্দিন আহমেদ। ছিলেন জাতীয় প্রেসক্লাবের চারবারের নির্বাচিত নেতা। পরিবারের বাইরে সংবাদপত্র ও প্রেসক্লাবেই বেশি সময় কাটাতেন তিনি। আজ রোববারও আসলেন তিনি নিথর দেহ- অ্যাম্বুলেন্সে করে। জানাজায় অংশ নেন, সহকর্মী থেকে শুরু করে সম্পাদক পরিষদ, সংবাদপত্র মালিক সমিতির নেতা, রাজনীতিবিদ, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা।
পরে ফুলে ফুলে ঢেকে যায় রিয়াজ উদ্দিন আহমেদের কফিন। জাতীয় প্রেসক্লাব, সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন, নোয়াব ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক, সাংবাদিকদের সংগঠন এবং সহপাঠিরা শ্রদ্ধা জানান রিয়াজ উদ্দিনের প্রতি।
দীর্ঘদিনের সহকর্মী ও সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা বললেন, রিয়াজ উদ্দিন আহমদে ছিলেন তাঁর সময়ের উজ্জ্বল নক্ষত্র।
নরসিংদিতে গ্রামের বাড়িতে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর বারিধারায় জানাজা শেষে বিকেলে বনানী করবস্থানে রিয়াজ উদ্দিন আহমেদকে দাফন করা হয়।
করোনায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার মারা যান দি ফিন্যান্সিয়াল হেরাল্ড-এর সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। ছিয়াত্তর বছরের বর্ণাঢ্য জীবন শেষে চলে গেলেন অনন্তের পথে।