ফটিকছড়িতে আজ মধ্যরাত থেকে লকডাউন শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/22/ctg-lockdown.jpg)
করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রামের ফটিকছড়িতে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। আজ বিকেলে করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ কথা বলেন।
এছাড়া আগামীকাল বুধবার রাত ৮টার পর থেকে শহর এলাকায় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওষুধসহ জরুরি প্রয়োজনীয় পণ্য এ নির্দেশনার বাইরে থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
চট্টগ্রামে করোনা পরিস্থিতি বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
সভায় জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনা আক্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
জেলা প্রশাসন জানায়, করোনা সংক্রমণ প্রতিরোধে নেওয়া সিদ্ধান্ত আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত রাত ৮টার পর বিপণি বিতান খাবার দোকানসহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। এসব সিদ্ধান্ত সঠিকভাবে পালিত হচ্ছে কিনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১২টি টিমের মাধ্যমে তদারকি করবেন বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. মমিনুর রহমান জানান, চট্টগ্রামে পতেঙ্গা পর্যটন এলাকায় জনসমাগম ঠেকাতে প্রবেশপথগুলোতে সিএমপির টহল জোরদার করা হবে। এছাড়া গণপরিবহণে অর্ধেক যাত্রী বহন তদারকিতে বিআটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। নগরীর হোটেল রেস্টুরেন্টে অর্ধেকের বেশি মানুষকে খাবার পরিবেশন করা যাবে না। এছাড়া কমিউনিটি সেন্টারসহ যেকোনো বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।