ফরিদপুরে জেঁকে বসেছে শীত, বিপাকে নিম্ন আয়ের মানুষ
উত্তরের হিমেল হওয়া ও তীব্র শীত জেঁকে বসেছে ফরিদপুরে। আর এই শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গরমের কাপড়ের চাহিদাও দেখা দিয়েছে। সাথে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।
টানা এক সপ্তাহ সূর্যের দেখা নেই এ জেলাতে। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘন কুয়াশা। হাড় কাঁপানো বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে আসছে। বৃদ্ধ ও ছিন্নমূল মানুষেরা আছে ভীষণ কষ্টে। দিনমজুর ও কৃষকও পড়েছেন বিপাকে। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ। জেলার সড়কগুলোতে রিকশা ও অটোরিকশার সংখ্যা কম দেখা যাচ্ছে। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে।
ফরিদপুরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ এ তাপমাত্রা সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।’