ফারহান বাঁচতে চায়, প্রয়োজন ৪৫ লাখ টাকা
সুলাইমান আহাম্মেদ ফারহান। সেন্ট গ্রেগরি হাই স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র। বয়স আট বছর। বর্তমানে ফারহান অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া’ (Aplastic Anemia) রোগে আক্রান্ত। ফারহানের বাবা মোঃ সুমন মিয়া বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত। অসুস্থ ফারহান দেশের বিভিন্ন হাসপাতালে গত দু’মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ফাহানের বোনম্যারো থেকে রক্ত উৎপাদন বন্ধ হয়ে গেছে। যে কারণে তাকে প্রতি সপ্তাহে ২/৩ ব্যাগ প্লাটিলেট সরবরাহ করতে হচ্ছে।- যার কারণে মেডিসিনসহ প্রতি সপ্তাহে ১৮০০০/- টাকার মতো খরচ হচ্ছে।
আর এই রোগের উন্নত চিকিৎসার (বোনম্যারো ট্রান্সফার) জন্য তাকে ভারতের বেলোরে সিএমসি (CMC) হাসপাতালে নিয়ে যেতে হবে। আর চিকিৎসা বাবদ আনুমানিক ৪০-৪৫ লক্ষ টাকা খরচ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোঃ সুমন মিয়ার পক্ষে তিন সদস্যর সংসার চালানো যেখানে অসম্ভব সেখানে ফাহানের চিকিৎসা ব্যয় বহন করা সুমন মিয়ার পক্ষে অসম্ভব।
ফারহান এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। বাঁচার আশায় সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন ফারহান । আপনার আর্থিক সাহায্য পেলে ফারহান ফিরে পেতে পারেন নতুন জীবন।
ফারহানকে সাহায্য পাঠানোর ঠিকানা:
যোগাযোগ: ০১৭১৬৩০৮৯০৯
বিকাশ: ০১৭১৬৩০৮৯০৯ (পারসোনাল)
নগদ: ০১৬৭৬৬০৮৬০২ (পারসোনাল)
হিসাবের নাম (১): মোঃ সুমন মিয়া,
ব্যাংক হিসাব নং: ০২০০০০২৪৭৯৬৬৮,
SWIFT Code: AGBKBDDH
Routing Number: 010273106
অগ্রণী ব্যাংক লি. জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা।
হিসাবের নাম (২) :সুমন মিয়া (SUMON MIA),
ব্যাংক হিসাব নং: ৩০৫-১৫৮-০০১৬৪৩২,
Routing No : 090271849
SWIFT Code : DBBLBDDH
ডাচ বাংলা ব্যাংক লি. ধোলাইখাল শাখা, ঢাকা।