ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা
মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর এলাকায় সুমন নামের জাদুশিল্পী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করেছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে গলায় কাপড় পেচিয়ে দুই মিনিট ২৯ সেকেন্ড কথা বলে আত্মহত্যা করেন।
ফেসবুক লাইভের ওই ভিডিওতে দেখা যায়, সুমন বার বার সবার কাছে ক্ষমা চান এবং তাঁর পরিবারকে দেখে রাখার অনুরোধ জানান। তিনি তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।
জাদুশিল্পী সুমন ফেসবুক লাইভে জানান, তিনি মানুষকে সম্মান করলেও, তাঁকে কেউ সম্মান দেয় না।
পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গয়ঘর এলাকায় সুমন নিজ বাড়ির পাশে আকিদ আলীর বাড়িতে স্ত্রী, মা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভাড়া থাকতেন। ওই ঘরে দুটি কক্ষ ছিল। একটি কক্ষে গিয়ে ফেসবুক লাইভে এসে সুমন আত্মহত্যা করেন।
হঠাৎ বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমন। তখন তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
সুমনের ফেসবুক আইডি থেকে জানা যায়, তিনি টিকটক করতে ভালোবাসতেন। পাশাপাশি বন্ধুদের নিয়ে জাদু দেখাতেন এবং সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।