ফ্যাশন ব্র্যান্ড ক্লোসেট ক্লাউডের সেই উপস্থাপিকা আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/04/d.jpg)
জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ক্লোসেট ক্লাউডের পোশাক সম্পর্কে বিভিন্ন তথ্য ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানিয়ে প্রায় ফেসবুকে লাইভে আসতেন লিলিয়া সাহা। তাঁর ধারাবর্ণনা ও উপস্থাপনা নেটিজেনদের নজর কাড়ত। তরুণপ্রাণ সেই লিলিয়া সাহা আর নেই।
গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যায় লিলিয়া সাহা মারা যান। তিনি বেশ কিছুদিন মস্তিষ্কের রক্তক্ষরণ ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। এর আগে তাঁকে রাজধানীর অ্যাপোলো (এভারকেয়ার) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। গত ১৬ মে থেকে তিনি সেখানে লাইফ-সাপোর্টে ছিলেন।
ক্লোসেট ক্লাউডের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
লিলিয়া সাহার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তরা শোক জানিয়েছেন। ক্লোসেট ক্লাউডের ভেরিফায়েড পেজে মৃত্যুসংবাদের মন্তব্য-ঘরে হাজারো মানুষ তাঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।