বগুড়ার যুবলীগ নেতা তালেব হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
বগুড়া সদর উপজেলার যুবলীগ নেতা আবু তালেব হত্যা মামলার প্রধান আসামি ফোকরাকে (২৫) নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে নওগাঁর বদলগাছী থানাধীন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে র্যাব-১২-এর কার্যালয়ে স্কোয়াড কমান্ডার মো. মোস্তাফিজুর রহমান একটি প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল ৫টার দিকে নওগাঁর বদলগাছী থানাধীন এলাকা থাকে ফোকরাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার মাটিডালি দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশে কর্নপুর পূর্বপাড়া কবরস্থানের ঝোঁপ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৪ জুন বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় দিনেদুপুরে যুবলীগ নেতা আবু তালেবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।