বগুড়ায় রেস্তোরাঁয় যুবককে কুপিয়ে হত্যা
বগুড়া শহরতলীর ভাটকান্দিতে ওয়াজেদ হোসেন ঝন্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকাল ৯টার দিকে ভাটকান্দি সেতু এলাকায় মানিকের খাবার হোটেলে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ঝন্টু ভাটকান্দি পূর্বপাড়ার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, ভাটকান্দি এলাকায় একটি জলাশয় থেকে আজ শনিবার সকালে ঝন্টু মাছ ধরেন। মাছ বাড়িতে রেখে এসে সকাল ৯টার দিকে ভাটকান্দি সেতু এলাকায় মানিকের হোটেলে বসে নাস্তা করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হোটেলে প্রবেশ করে ঝন্টুকে ঘেরাও করে। তাদের না জানিয়ে জলাশয় থেকে মাছ ধরার অপরাধে দুর্বৃত্তরা ঝন্টুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় তাদের একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে স্থানীয় লোকজন ঝন্টুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, ‘মাছ ধরা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’