বগুড়ায় সবজির ট্রাকে মিলল ১০ বিদেশি পিস্তল, আটক ৩
বগুড়া কাহালু উপজেলায় সবজিবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১০টি পিস্তল, গুলি ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃতরা হলেন ট্রাকের চালক কাবিল, সহকারী সেভেন ও যাত্রী ছোটন।
আজ বুধবার সন্ধ্যায় বগুড়া-৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ে অধিনায়ক পুলিশ সুপার মো. জয়নুল আবেদীন এক সংবাদ সম্মেলনে জানান, আজ বিকেলে নওগাঁ জেলার বদলগাছী থেকে সবজিবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। সেই ট্রাকে অস্ত্র ও মাদকের একটি বড় চালান বগুড়া হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার ভাগদুবড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় বগুড়া-সান্তাহার সড়কে ট্রাক থামিয়ে তল্লাশি করেন এপিবিএন সদস্যরা। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালকসহ তিনজনকে আটক করা।
আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকা থেকে সবজির ট্রাকে ঢাকা যাওয়ার জন্য ওঠেন। এ সময় একব্যক্তি একটি ট্রাভেল ব্যাগ তাঁর কাছে দেন। গাজীপুরের এক ব্যক্তি ব্যাগটি তাঁর কাছ থেকে নিবেন বলে জানানো হয়।
এ ঘটনায় কাহালু থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।