বঙ্গবন্ধু ও রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন কাল
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু ও রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী’র আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জাননো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৩১ মে) থেকে ৬ জুন পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে এই আলোকচিত্র প্রদর্শনী চলবে।
সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, আগামীকাল বেলা ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সম্মাননা প্রদান ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে ছয়জন ফটো সাংবাদিককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে তিনজন ফটো সাংবাদিক পাচ্ছেন মরণোত্তর সম্মাননা।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরা জানিয়েছেন, সম্মাননা হিসেবে দেওয়া হবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ।