নাফ নদী থেকে অপহৃত ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির (এএ) কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে এ তথ্য জানানো হয়।
নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে টেকনাফ বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে ২৬ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। পরে নাফ নদী হয়ে জেলেদের নিয়ে আসে বিজিবি।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ফেরত আসা জেলেরা মার্চ মাসে নাফ নদী ও এর মোহনায় বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছিল। ফেরত আসাদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে।