বঙ্গোপসাগরে মাছধরার ট্রলারডুবি, চারজনের লাশ উদ্ধার
বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকায় একটি মাছধরার ট্রলারডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে। ট্রলারডুবির পর এখনো নিখোঁজ আছেন আরো ১০ জন।
বেঁচে যাওয়া জেলেরা জানান, আজ শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফ থেকে ২০ নটিক্যাল মাইল দূরে গভীর সাগরে মাছ ধরার সময় এফভি জানজাবিন নামের মাছধরার ট্রলারটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।
মাছধরার ওই ট্রলারটি এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল বলে জানিয়েছেন ট্রলারটির মালিক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, আজ সকালে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায় বলে তিনি খবর পান। ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল। ওই ট্রলারে ২৬ জন ছিলেন।
খবর পেয়ে নৌবাহিনীর দুটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বঙ্গোপসাগরে ২৬ জন জেলে নিয়ে ডুবে গেছে মাছধরা ট্রলার জানজাবিন। ১২ জন জীবিত ও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী।