বনি মোল্লা হত্যা মামলায় ২৬ জনের যাবজ্জীবন
নড়াইলের কালিয়ায় বনি মোল্লা হত্যা মামলায় ২৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এনামুল হক মামলার বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ১১ মে নড়াইল জেলার কালিয়া উপজেলায় পরবিষ্ণু গ্রামের বনি মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। হত্যার দুদিন পর নিহতের বাবা মো. হাসিম মোল্লা বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন ২০২০ সালের ১৫ মার্চ ৩২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন।