‘বন্যার্তদের পাশে ছিলাম, এখনো আছি’
‘মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদসহ সব নেতাকর্মী দেশের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কর্মীর মতো কাজ করে যাচ্ছেন। এখন পানি কমতে শুরু করবে। নদীভাঙন ও বন্যার্তদের পাশে আমরা ছিলাম, এখনো আছি। তারেক জিয়া লন্ডনে বসে আছে, তারা (বিএনপি) দুর্যোগে মানুষের পাশে নাই।’
আজ সোমবার সকালে নড়িয়ায় পদ্মার ডানতীর সংরক্ষণ কাজের ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন শেষে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সাংবাদিকদের এসব কথা বলেন।
শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফ বাঁধ এলাকার প্রায় ২০০ মিটার নদীভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন যান উপমন্ত্রী।
এনামুল হক শামীম বলেন, ‘নড়িয়ায় সার্ভে করে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করা হচ্ছে। গতকাল খবর পেলাম এই জায়গাটা ঝুঁকিপূর্ণ, তাই পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন চিফসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পরিদর্শন করলাম। এর সমাধানে এখানে বসেই পরিকল্পনা করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। নড়িয়াকে ঝুঁকিমুক্ত রাখতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নির্দেশনাসহ যা যা সম্ভব সবই করব।’
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোতাহের হোসেন, প্রধান প্রকৌশলী তোফায়েল আহমেদ, চিফ ডিজাইনার হারুন অর রশিদ, প্রকল্প পরিচালক আব্দুল হেকিম, নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় এক প্রশ্নের উত্তরে উপমন্ত্রী আরো বলেন, ‘বন্যা ও বর্ষাকে সামনে রেখে আগাম প্রস্তুতির জন্য আমরা করোনা সংকটেও কাজ অব্যাহত রেখেছি। বন্যার আঘাতের পর থেকে জেলা প্রশাসকসহ মাঠপর্যায়ে আমাদের সব কর্মকর্তার সঙ্গে নিয়মিত কথা বলেছি। তারা জেলা প্রশাসনের নেতৃত্বে মানুষের পাশে থেকে কাজ করছেন।’
পরে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে এক অনুষ্ঠানে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে শুকনা খাবারসহ প্রায় ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন মোল্লা, সিনিয়র সহসভাপতি ফজলুল হক মাল, সহসভাপতি বাদশা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।