বরিশালে করোনার উপসর্গে এএসআইয়ের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাবিবুর রহমান নামের (৫৩) বরিশালের এক পুলিশ সদস্য মারা গেছেন। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।
হাবিবুর রহমান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।
বরিশাল মহানগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিবুর রহমান গত ১৬ জুন অসুস্থ হয়ে পড়লে বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাঁকে রাজধানীর রাজারবাগ পুলিশ
হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, এএসআই হাবিবুরের আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়াবেটিস ছিল। এ ছাড়া হার্টে রিং পরানো ছিল। নানা ধরনের রোগে আক্রান্ত ও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গত সপ্তাহে ঢাকার পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
শাহাবুদ্দিন আরো জানান, করোনা পজিটিভের বিষয়টি আমরা নিশ্চিত নই। মৃত্যুর পর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।