বরিশালে দুই বাসের সংঘর্ষে ১৩ জন আহত
বরিশালের গৌরনদী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার বাসের পেছনে ধাক্কা দেয়। এতে মোট ১৩ জন আহত হয়েছে। এর ফলে টানা দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
উপজেলার বার্থী ইউনিয়নসংলগ্ন গাইনেরপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর ১টার দিকে গাইনেরপাড় এলাকায় বরিশাল থেকে পাবনাগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে মাওয়া থেকে বরিশালগামী লায়ন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় তিন চালকসহ ১৩ জন আহত হয়েছেন।
মাহাবুব ইসলাম আরও জানান, এরই মধ্যে আহত ব্যক্তিদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়।