বর্ণিল সাজে গোপালগঞ্জ, মোদির সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শনিবার গোপালগঞ্জ সফর করবেন। তাঁর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।
নরেন্দ্র মোদির সফরকে ঘিরে গোপালগঞ্জের ওড়াকান্দি ও টুঙ্গিপাড়াকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। সারা জেলায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। ওড়াকান্দি ও টুঙ্গিপাড়াকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি, গোয়েন্দা সংস্থার সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছেন। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। ডগ স্কোয়াড দিয়ে ওড়াকান্দি ও টুঙ্গিপাড়ার স্পর্শকাতর স্থানগুলো সুইপিং করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
নরেন্দ্র মোদির সফরসূচি থেকে জানা গেছে, আগামীকাল শনিবার ১০টা ৫০ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন। টুঙ্গিপাড়ায় তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাগত জানানোর কথা রয়েছে। সেখানে নরেন্দ্র মোদি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে নরেন্দ্র মোদি কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়াদের প্রধান তীর্থপীঠ শ্রীধামে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ মন্দিরে পূজা দেবেন। পরে তিনি ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।