বর পালালেন জানালা দিয়ে!
কনের বাবার বাড়িতে বরযাত্রীদের খাওয়া-দাওয়া শেষ। এর আগে সেরে ফেলা হয়েছে বিয়ের পর্বটিও। তবে কনেকে শ্বশুরবাড়ি নেওয়ার আগ মুহূর্তে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের উপস্থিত হওয়ামাত্রই পালাতে থাকে বরযাত্রীরা। এ সময় বর ইব্রাহিম হোসেনও (২২) নববধূকে রেখে জানালা দিয়ে পালিয়ে যান। তবে আটক করা হয় ঘটককে।
গতকাল রোববার বিকেল ৩টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে এ ঘটনা ঘটে।
বর ইব্রাহিম হোসেন সাঁথিয়ার ফকিরপাড়া গ্রামের ফজর প্রামাণিকের ছেলে। আর কিশোরী কনে মো. রিপন আলীর মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
সাঁথিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের অভিভাবক, ঘটক ও বর কনেকে আশ্রয়দাতাদের বাল্যবিবাহ সংঘটনের অপরাধে সর্বমোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন সাঁথিয়া থানার পুলিশ সদস্যরা।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ বলেন, ‘করমজায় ১৪ বছরের এক কিশোরীর বিয়ের খবর আসে। এরপরই সাঁথিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান পুলিশ ফোর্সসহ মেয়ের বাবা মো. রিপন আলীর বাড়িতে যান। কিন্তু তাঁরা পৌঁছার আগেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর নববধূকে রেখে জানালা দিয়ে এবং বরযাত্রীরা বিভিন্নভাবে পালিয়ে যায়। তবে ঘটককে পুলিশ আটক করতে সক্ষম হয়।’