বাকৃবির সাবেক শিক্ষক ড. মজিবর রহমান আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/08/d.-mojibor.jpg)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মজিবর রহমান বিশ্বাস আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ড. মজিবুর রহমান বিশ্বাস গতকাল সোমবার সকাল ৯টায় ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ড. মজিবুর রহমান বিশ্বাস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক এবং সেচ ও পানিবিষয়ক গবেষক ছিলেন। এ ছাড়া তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. মজিবর রহমান বিশ্বাস ছিলেন স্বাধীনতার পক্ষের একজন দক্ষ সংগঠক।
ড. মজিবর রহমান বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী অধ্যাপক ড. মজিবর রহমান বিশ্বাস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে ১৯৬২ সনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্র হতে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মজিবর রহমান বিশ্বাস বিভাগীয় প্রধান, অনুষদীয় ডীন ও বিশ্ব বিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য ছিলেন।
১৯৭৩ সালে ড. মজিবর রহমান বিশ্বাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) কোষাধক্ষ্য মনোনীত হয়েছিলেন। তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনেরও সদস্য ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তাঁর দুই পুত্র ও কন্যা দেশের বাইরে থাকে।