বাগেরহাটে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা
বাগেরহাটের কচুয়া উপজেলায় এক ব্যক্তিকে (৩৪) ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় দুজন আহত হয়েছেন বলে জানা যায়।
আজ সোমবার ভোরে কচুয়া উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতরা হলেন মোহিত হাওলাদার (৩২) ও মহাসিন হাওলাদার (৩৭)।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) সর্দার ইকবাল হোসেন বলেন, ‘আজ ভোরে কয়েকজন ডাকাত উপজেলার বারইখালী গ্রামের সোমেদ হাওলাদারের বাড়িতে ঢোকে। পরে ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ সময়ে বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন ডাকাতদলকে ধাওয়া করে একজনকে আটক করে। এ সময়ে ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাত আহত হন।’
পরে আহত ডাকাতকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ সময়ে ডাকাতদের আটক করতে গিয়ে দুই যুবক আহত হন বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হাওলাদারের বরাত দিয়ে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।