বাগেরহাটে দুই ট্রলার মালিকের জেল, পাঁচ আড়তদারকে জরিমানা
বাগেরহাটে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত দুই ট্রলার মালিকের জেল ও পাঁচ আড়তদারকে জরিমানা করেছেন। আজ রোববার ভোরে এই আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমুদ্র থেকে মাছ আহরণ ও বিক্রয় বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আজ বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, জেলা মৎস্যকর্মকর্তা এসএম রাসেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকাইয়া বিনতে কাশেম ও সিনিয়র মৎস্যকর্মকর্তা ফেরদৌস আনসারীর নেতৃত্বে শহরের কেবিবাজার ও বাজার সংলগ্ন ভৈরব নদীতে অভিযান চালান।
এ সময় এমভি বশির ও এমভি রাসেল নামের দুটি ট্রলার জব্দ, ট্রলার দুটির মালিক বরগুনা জেলার পাথরঘাটার কামরুল হাসান মিরাজ ও বাগেরহাট সদরের সুন্দর ঘোনা এলাকার আলামিনকে আটক করে সাত দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ট্রলারে থাকা মাছ নিলামে তুলে ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ ছাড়া কে বি বাজারের মো. ইস্রাফিল সরদার, আবদুল মান্নান, মিরাজ হোসেন, আবদুস সালাম ও হাফিজুল সরদারসহ পাঁচজন আড়তদারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।