বাঘের মুখ থেকে ছেলেকে বাঁচাতে পারলেন না বাবা
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদীর হোগলাডোরা খালের পাশে মানুষখেকো বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন মৌয়াল হাবিবুর রহমান ওরফে হাফু মোল্লা (২৭)। আজ বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাফু মোল্লা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের আজিজ মোল্লার ছেলে।
জানা যায়, গত ৩ এপ্রিল হাফু মোল্লা ও তাঁর বাবা আজিজ মোল্লা কৈখালি ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মধু ভাঙতে যান। আজ সকালে মধু ভাঙার সময় একটি মানুষখেকো বাঘ অতর্কিতে হামলা চালায় হাফু মোল্লার ওপর। বাঘটি তাঁর ঘাড়ে কামড় দিয়ে দ্রুত টেনে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। অসহায় বাবা আজিজ মোল্লা ও তাদের সঙ্গীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করে। ততক্ষণে বাঘ অনেকদূর পৌঁছে হাফু মোল্লার ঘাড় ভেঙে রক্ত চুষে খাওয়া শুরু করে। বাঘের সঙ্গে লড়াইয়ের আগেই হাফু মোল্লার সব শেষ। পরে তাঁর রক্তাক্ত মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম বলেন, ‘হাফু মোল্লার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বাবার সামনে থেকেই ছেলেকে বাঘ নিয়ে গেছে।
কৈখালি ফরেস্ট স্টেশন অফিসার মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাফু ও তাঁর বাবা গত ৩ এপ্রিল বনবিভাগের পাস নিয়ে সুন্দরবনে মধু ভাঙতে ঢুকেছিলেন।