বান্দরবানের রেমাক্রী খালে ডুবে পর্যটক নিখোঁজ
বান্দরবানের থানচি উপজেলার দর্শনীয় স্থান নাফাকুম জলপ্রপাত দেখতে যাওয়ার পথে রেমাক্রী খালে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)। তিনি ঢাকার উত্তরার বাসিন্দা কাজী জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয় গাইড শ্রাবণ ত্রিপুরা বলেন, ঢাকা থেকে ১৩ জনের একটি দল নাফাখুম যাওয়ার জন্য গতকাল থানচি আসে। তাদের গাইড ছিলেন তিনি। পরে প্রশাসনের নির্দেশনা মেনে থানচি থানা ও বিজিবি অফিসে তালিকা জমা দিয়ে দুপুর আড়াইটার দিকে পর্যটকদের নিয়ে তিনি রেমাক্রীর উদ্দেশে রওনা হন। গতকাল রাতে সবাই রেমাক্রী বাজারে ছিলেন। সকালে নাস্তা করে তাঁরা নাফাখুমের উদ্দেশে রওনা হন। নাফাখুম পৌঁছার আগেই সাইগংয়ান নামক স্থানে পৌঁছালে রেমাক্রী খাল পারাপার করার সময় পর্যটক দলের কাজী জাকারুল ইসলাম কানন পানিতে ডুবে যান। সেখানে সফরসঙ্গী ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও কাননকে পাওয়া যায়নি। বিষয়টি রেমাক্রী বাজার বিজিবি ক্যাম্পে জানালে তৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল বলেন, ‘পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’