বান্দরবানে অস্ত্র-মাদক ও সামরিক সরঞ্জামাদি জব্দ
বান্দরবানের রুমা উপজেলার মিনঝিড়িপাড়া এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, আফিমসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, উপজেলার মিনঝিড়িপাড়া এলাকায় পাহাড়ের অরণ্যে একটি পাহাড়ি জুমঘরে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে পাহাড়ে জঙ্গলে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের দুটি আস্তানা থেকে তল্লাশি করে
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানের নেতৃত্বদানকারী সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের শফিক জানান, সন্ত্রাসীদের একটি গ্রুপ পাহাড়ে জুমঘরে অবস্থান করছে। এমন খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিটি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা সরে গেলে আস্তানা থেকে তল্লাশি করে রাশিয়ার তৈরি দুটি এসএমজি, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, তিন রাউন্ড পিস্তল অ্যামোনিশন, একটি ছুরি, ১০০ গ্রাম গাঁজা ও ১০০ গ্রাম আফিম, ৭৫০ মিলি লিটার দেশীয় মদ, একটি সোলার চার্জার ও একটি কমব্যাট ব্যাগ জব্দ করা হয়।