বাবা-মায়ের সঙ্গে ‘অভিমান’, রাজধানীতে তরুণের আত্মহত্যা
রাজধানীর সবুজবাগে বাবা-মায়ের সঙ্গে ‘অভিমান করে’ দ্রব সরকার (১৯) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (১৫ মে) দিনগত রাতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত দ্রব সরকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সবুজার আলী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ধ্রুব বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচ দিয়ে ফাঁস দিয়েছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ওই হাসপাতালের জরুরি বিভাগ থেকে গতকাল রোববার দিনগত রাত দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।’
এসআই আরও বলেন, ‘ধ্রুবের বাবা জয় গোপাল সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ, চার মাস ধরে হাসপাতালে থাকার পর এখন তাকে বাসায় আনা হয়েছে। তিনি লাউড স্পিকার (মাইক) ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। মৃতের ছোট ভাইও নবম শ্রেণিতে পড়াশোনা করে। তাদের আর্থিক অবস্থা খুবই মন্দ, চলতে কষ্ট হয়। বর্তমানে আত্মীয়-স্বজনদের সহযোগিতায় সংসার চলছে। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংসারের হাল ধরতে ধ্রুবকে বিদেশে পাঠানো হবে, কিন্তু তিনি যেতে রাজি ছিলেন না। এসব নিয়েই হয়তো অভিমান করে এমনটি ঘটিয়ে থাকতে পারে। এ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা আমার জানা নেই।’
দ্রবদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর কায়েতপাড়া গ্রামে। বর্তমানে সবুজবাগ পূর্ব রাজারবাগ ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।