বাবা হারালেন এনটিভির সাংবাদিক আতিক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/08/atik.jpg)
এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিকের বাবা নাট্যকার ও অভিনেতা এস এম আজিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
মৃত্যুর পর আজিজুর রহমানের লাশ রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৬ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। বাদ জোহর ৭ নম্বর সেক্টরে মরহুমের প্রথম জানাজা হবে। এরপর তাঁর লাশ নিয়ে যাওয়া হবে নাটোরের বাগাতীপাড়া উপজেলার জিয়ারকোর গ্রামে। কাল সকাল ১০টায় সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
সাংবাদিক এস এম আতিক তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমার বাবা একজন সজ্জন সদালাপী হাসিখুশি মানুষ ছিলেন। তারপরও যদি কোনো কারণে কোনো সময় তিনি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তবে তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আপনারা মনে কোনো কষ্ট, দুঃখ রাখবেন না। তাঁকে মাফ করে দেবেন। আপনারা তাঁর সুস্থতায় যেভাবে দোয়া করেছেন; তাঁর আখিরাতের মুক্তির জন্যও দোয়া করবেন।’