বাহাউদ্দিন নাছিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/02/pm22222.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় আজ শুক্রবার প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগমের মৃত্যুতে মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন নূরজাহান বেগম। তিনি ছয় ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ছেলে মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহ আগে তাঁর মা নূরজাহান বেগমকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। পরে আজ সকালে মৃত্যু হয় তাঁর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর নূরজাহান বেগমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদারীপুর পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।