বায়তুশ শরফের পীর কুতুব উদ্দিনের ইন্তেকাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/20/pir.jpg)
চট্টগ্রামের বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন। ছবি : সংগৃহীত
বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আজ বুধবার বিকেল ৫টায় ঢাকার ধানমণ্ডিতে আনোয়ার খান মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পীর কুতুব উদ্দিনের ছেলে মাওলানা বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বায়তুশ শরফ দরবারের পীরের দায়িত্ব ছাড়াও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শত শত মসজিদ মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলেমে দ্বীনের ইন্তেকালে পুরো চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাডা উপজেলার আধুনগর ইউনিয়নের বাসিন্দা তিনি।