বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসান আর নেই
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসান (৭৩) আর নেই। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অনেকদিন যাবৎ তিনি ক্যানসারে ভুগছিলেন।
জাফরুল হাসান দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বক্ষেত্রেই তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে জাফরুল হাসানকে দাফন করা হবে বলে জানিয়েছেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির শোক
জাফরুল হাসানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, জাফরুল হাসান দীর্ঘ ৬০ বছরের অধিক সময় ধরে এদেশের শ্রমিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিদ্যুৎ সেক্টরে তিনি ছিলেন একজন প্রথিতযশা শ্রমিক নেতা। জাফরুল হাসান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বিএনপির প্রতিষ্ঠার সময়ে সংগঠনে যুক্ত হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শরিক হয়ে তিনি ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দক্ষ সংগঠককে হারাল। আন্তর্জাতিক শ্রমিক ফোরাম পিএসআই, আইপিইউসি, সার্ক দেশগুলোর শ্রমিক ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক শ্রম সংগঠনের প্রতিনিধি হিসেবেও যুক্ত থেকে তিনি ভূমিকা রেখেছেন। শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নে তাঁর ব্যাপক ভূমিকা জাতি চিরদিন মনে রাখবে। জাফরুল হাসান এর আগে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাফরুল হাসানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।