বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন কারাগারে
রাজধানীর বংশাল থানায় গাড়ি পোড়ানো মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম ওই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হেলাল উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বংশাল থানায় গাড়ি পোড়ানো ও সিএমএম আদালতের একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
আজ তাঁকে দুপুরে আদালতে হাজির করা হলে কোনো আইনজীবী জামিনের আবেদন না করায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইত্তেফাক মোড় থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পথে তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। তিনি বংশাল থানা বিএনপির সভাপতি। এর আগে বংশাল থানার আরো কয়েকটি মামলায় তিনি গ্রেপ্তার হন। পরে অবশ্য তিনি সিএমএম আদালত থেকে জামিনে মুক্ত হন।