বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিক কাজল কারাগারে

কারাগারে থাকা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আজ সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ ও পরামর্শ করে দুই ঘণ্টার মধ্যেই তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাতে কারা-চিকিৎসক মো. খুরশীদ আলম এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে শফিকুল ইসলামকে বিএসএমএমইউতে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তারপর আবার কারাগারে নেওয়া হয়।’
মো. খুরশীদ আলম আরো বলেন, ‘আদালতের একটি আদেশ ছিল, শফিকুল ইসলামের সুচিকিৎসার ব্যাপারে। সেই আদেশের ওপর ভিত্তি করে আজ তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে এটাই কিন্তু প্রথম না। এর আগেও তাঁকে দু–একবার কারাগারের হাসপাতালে নেওয়া হয়েছিল।’
চিকিৎসক সাংবাদিক কাজলের শারীরিক অবস্থা নিয়ে কী বলেছেন- এমন প্রশ্নের উত্তরে কারা-চিকিৎসক বলেন, ‘শফিকুল ইসলামের দুর্বলতা আছে। খাওয়া-দাওয়া ঠিকমতো করছেন না। তিনি বিষণ্ণতায় ভুগছেন বলেও চিকিৎসকের মনে হয়েছে। সেজন্য তাঁকে এক মাসের ওষুধ দিয়েছেন চিকিৎসক। ওষুধগুলো শেষ হলে আরো কিছু শারীরিক ও মানসিক ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করা হবে তাঁর।’
চলতি বছরের মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয় সাংবাদিক কাজলের বিরুদ্ধে। কিন্তু মামলা হওয়ার একদিন পর থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে তাঁকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল থেকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।