বিজিবিতে চাকরির প্রলোভনদাতা দুই দালাল আটক
সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিক্রুটিং চলাকালে দুই দালালকে আটক করেছে বিজিবির সদস্যরা। গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরার বিজিবি ক্যাম্পের আশপাশে সন্দেহজনক চলাফেরার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কাঁঠালতলা গ্রামের সুনীল কুমার সানা এবং মুকুন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইকবাল হোসেন।
সাতক্ষীরার বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিরা সাতক্ষীরার ধূলিহর এলাকার সনৎ সরকার নামের একজন বিজিবিতে ভর্তিচ্ছু প্রার্থীকে সাড়ে ১০ লাখ টাকার বিনিময়ে রিক্রুট করা হবে, এমন প্রলোভন দেখিয়ে ১০০ টাকার স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হন। গতকাল বিকেলে মো. ইকবাল হোসেন ও সনৎ সরকারকে ১০০ টাকার ছয়টি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প ও দুটি ব্ল্যাঙ্ক চেকসহ আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।