বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জলদস্যু আটক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আট জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, বুধবার ভোররাতে জলদস্যুদের একটি দল বহির্নোঙরের দুটি বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে রাত থেকেই সাগরে বাড়তি নজরদারি শুরু করে কোস্টগার্ড। রাত ৩টার দিকে সন্দেহজনক একটি কাঠের ট্রলারকে চ্যালেঞ্জ করলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে আনোয়ারা উপজেলার কাছাকাছি এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। সেখান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটজনকে আটক করে কোস্টগার্ড।
আটক ব্যক্তিরা সবাই আনোয়ারার খুর্দ্দ গহিরা এলাকার বাসিন্দা ও চিহ্নিত জলদস্যু হিসেবে পরিচিত। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড।