বিদ্যুৎস্পৃষ্ট ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচারও মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচারও মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন মির্জাপুর গ্রামের আজিজুল হক (৫৫) ও রাব্বি (১৩)।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর রাব্বি। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে যান চাচা আজিজুল হক। এ সময় আজিজুল হকও বিদ্যুতায়িত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।