বিপুল জমায়েতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে শুরু হয়েছে তাবলিগ জামায়েত অনুসারীদের মহাসম্মেলন ৫৫তম বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম। এরই মধ্যে লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাগতীর। দেশ-বিদেশের মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা ময়দান কানায় কানায় ভরে গেছে।
ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য পুলিশ ও র্যাবের পক্ষ থেকে ময়দানের ২০টি প্রবেশপথে সিসিটিভি ও ময়দানের চারপাশে সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ইজতেমার চারপাশে ও ইজতেমার ভেতরে খিত্তায় খিত্তায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। আকাশে টহল দেবে র্যাবের হেলিকপ্টার।
এদিকে মুসল্লিদের পারাপারের সুবিধার্থে তুরাগ নদীর ওপর নির্মাণ করা হয়েছে আটটি ভাসমান সেতু।
ইজতেমার প্রথমপর্বে মাওলানা যুবায়ের অনুসারীরা ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত, এরপর চার দিন বিরতি দিয়ে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ইজতেমায় অংশ নেবেন মাওলানা সাদ অনুসারীরা।
আজ শুক্রবার হওয়ায় দেশে সর্ববৃহৎ জুমার নামাজ এই ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে। জুমার নামাজে জেলার বিভিন্ন এলাকা ও জেলার বাইরে থেকেও অনেক লোক অংশ নেবেন। আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আজ শুক্রবার ভোরে ফজরের নামাজের পর থেকে পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম উর্দু ভাষায় আমবয়ান শুরু করেন।
বিগত বছরগুলোর চেয়ে এবারের ইজতেমায় বেশি সংখ্যক মুসল্লির অংশগ্রহণ করায় ১৬০ একর ময়দানের বাইরে আশপাশের সড়ক-মহাসড়কে অবস্থান নিয়েছেন মুসল্লিরা।
এদিকে গত রাতে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমা শুরুর মধ্যেই তিনজন মুসল্লির মৃত্যু হলো। ফজরের নামাজের পর তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।