বিশ্বনাথে এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা
বিশ্বনাথ উপজেলায় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ সোমবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বনাথে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সমর্থকদের সঙ্গে সংসদ সদস্যের সমর্থকদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।
আজ দুপুরে বিশ্বনাথ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়ার সময় গাড়িতে হামলার ঘটনা ঘটে বলে সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজেই মোকাব্বির খান এই অভিযোগ করেন।
আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি আলহাজ পংকি খান সংসদ সদস্যের গাড়িতে হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘আজকে পুলিশের উপস্থিতিতে এমপির গাড়িতে সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে, বিশ্বনাথ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।‘ তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, ‘এমপির গাড়িতে হামলা মোটেই শুভনীয় নয়। এমপির সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কেউ এটা অপ্রপচার করছে।’