বিশ্ববিদ্যালয়ের সপ্তম তলা থেকে লাফিয়ে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
রাজধানীর গ্রিনরোডের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সপ্তম তলা থেকে লাফিয়ে পড়ে এম ডি ইমাম হোসেন (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান আজ দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ইমাম হোসেন ভোলার লালমোহন উপজেলার পাটোয়ারী বাড়ি নবগ্রামের আক্তার হোসেনের ছেলে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন ইমাম।
ওসি অপূর্ব হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাততলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ইমাম হোসেন। আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি, তিনি আশপাশে দেখছিলেন। পরে নিচের দিকে তাকিয়ে দেখেন, কেউ নেই। ওই সময় তিনি লাফিয়ে পড়েন। লাফিয়ে পড়ার আগে নিজের মুঠোফোনটি চেয়ারে রেখেছিলেন তিনি।’
অপূর্ব হাসান আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই ইমাম হোসেনের মৃত্যু হয়েছে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, কেন এ ঘটনা ঘটল, তা আমরা এখনও জানতে পারিনি। আমরা পুরো ঘটনা জানার চেষ্টা করছি। তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
ওসি বলেন, পরিবারের লোকজন থানায় আসছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তাঁরা মামলা করবেন বলে জানিয়েছেন। অর্থাৎ, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’