বিয়ের প্রলোভন দেখিয়ে পোশাক শ্রমিককে ‘ধর্ষণ’, সহকর্মী গ্রেপ্তার
সাভারে পোশাক কারখানার এক শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুয়েল নামের অপর এক পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভারে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকায় একটি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন ওই নারী ও অভিযুক্ত জুয়েল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন জুয়েল। এর মধ্যে গতকাল শনিবার জুয়েলকে বিয়ের জন্য চাপ দেন ওই নারী। এ সময় জুয়েল বিয়ে করবেন না বলে জানালে ওই নারী পোশাক শ্রমিক সাভার মডেল থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েলকে প্রধান আসামি করে মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে সাভারে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে।
এরই মধ্যে ওই নারী পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খাঁন জানান, গ্রেপ্তার করে জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে।