বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের মরদেহে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর শেষ শ্রদ্ধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/03/netrokona_pic.jpg)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের কফিনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ফুলেল শ্রদ্ধা। ছবি : এনটিভি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আজ শনিবার দুপুরে কলমাকান্দা স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়ি মুক্তিরচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।