‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত ঝালকাঠি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/09/jhalkathi-bulbul.jpg)
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে ঝালকাঠিতে থেমে থেমে দমকা বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সুগন্ধা, বিষখালীসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী তীরে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা টানানো হয়েছে।
এরই মধ্যে দুর্যোগ মোকাবিলায় জেলার ৭৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নদী তীরবর্তী জনসাধারণকে এসব আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জন্য মাইকিং করা হয়েছে।
এ ছাড়া জেলায় পাঁচটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার খবরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাতিল করা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় গতকাল শুক্রবার বিকেলে সভা করেছে দুর্যোগ প্রস্তুতি কমিটি। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলা করার জন্য জেলায় ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১০ লাখ টাকা ও ৩৫০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, সতর্কতার জন্য মাইকিং করা এবং লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। যারা কাঁচা ঘরবাড়িতে রয়েছে, তাদের সাইক্লোন শেল্টার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সে সব জায়গায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে বলেও জানানো হয়।