বেনাপোলে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ আটক দুই
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই কেজি ৩০০ গ্রামের স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ বুধবার (১০ মে) দুপুরের দিকে উপজেলার বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় থেকে স্বর্ণসহ ওই দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাবলুর রহমান (৩৬)।
বিজিবির দাবি, ওই দুজন চোরাকারবারি। আর জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য এক কোটি ৯৪ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার পাচভুলোট সীমান্ত দিয়ে ভারতে বড় ধরণের স্বর্ণের একটি চালান পাচার হচ্ছে, এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা সীমান্তবর্তী খলশি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে।
তানভীর রহমান বলেন, ‘আসামিদের শরীর তল্লাশি করে দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। তাদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা করা হয়েছে।’
বিজিবির তথ্যানুযায়ী, গত এক বছরে ২১ বিজিবি সদস্যরা ১০০ কেজি স্বর্ণসহ ৩৬ জন চোরাকারবারিকে আটক করেছে।