বেড়েছে শীতের তীব্রতা, আজ সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/18/cold.jpg)
তিন দিন ধরে দেশে শীতের তীব্রতা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজারে—৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সকালে ও সন্ধ্যার পর পরই কনকনে ঠান্ডা অনুভূত হতে থাকে। ধীরে ধীরে কমছে মৌলভীবাজারের তাপমাত্রা। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতা বাড়তে থাকে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান জানান, বাংলাদেশে শীতের দুটি বিশেষ অঞ্চলের মধ্যে মৌলভীবাজার অন্যতম একটি।
আজ সকাল ৯টায় মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতজনিত রোগে হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।