ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মালবাহী ট্রেনের বিকল ইঞ্জিন সারানোর চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে মালবাহী ট্রেনটি সরানো হয়। এরপর ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সিলেট পথের রেল যোগাযোগ পুনরায় চালু হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়। এতে আন্তনগর উপকূল ও উপবনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মালবাহী বিকল ট্রেনটি সচল করে সরানোর পরই এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন কসবা স্টেশনের কাছে বিকল হয়ে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকে।