ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ১২ গ্রাম লণ্ডভণ্ড, একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় আকস্মিক টর্নেডোতে ১২টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। আজ শনিবার সকালে নাসিরনগর উপজেলার নয়টি ও সরাইল উপজেলার তিনটি গ্রামের ওপর দিয়ে এই টর্নেডো বয়ে যায়। এতে বিপুল ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
টর্নেডোর ঘূর্ণিতে ঘর ও গাছ চাপায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি আশুরাইল গ্রামের পোস্ট অফিস কর্মচারী সোহেল আহমেদ। জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া, বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, বেণীপাড়া, ইছাপুর, শ্রীঘর, পূবর্ভাগ ইউনিয়নের শ্যামপুর, গোকর্ন ইউনিয়নের চৈয়ারকুড়ি, ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া ও গোয়াল নগর ইউনিয়নের রামপুর গ্রাম এবং সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের পুচনী ও বুড্ডা শান্তিনগর গ্রামের ওপর দিয়ে কয়েক মিনিটের টর্নেডো বয়ে যায়। এতে অনেক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বলেন, ‘টর্নেডোর ক্ষমতাসম্পন্ন এ ঝড়ে কাঁচাপাকাসহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কয়েকজন আহত হয়। আমরা ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করছি। এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।’