ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক-স্লাব মেরামত কাজ করার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। আজ বুধবার ব্রিজের মেরামতের কাজ শেষ হওয়ার ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শাহজালাল আলম।
গতকাল মঙ্গলবার সকালের পর থেকে দিনব্যাপী কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীর চরম ভোগান্তি পোহাতে হয়েছে। যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক পুলিশ কাজ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক-স্ল্যাব মেরামত কাজ করার চলছে। এ জন্য গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনগুলোকে শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করতে বলা হয়। মেরামত কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দিনের মতো হালকা যানবাহনগুলোকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনগুলোকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী, আশুগঞ্জ-ভৈরব ব্রিজ ও সরাইল বিশ্বরোড হয়ে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়ক ব্যবহার করতে হয়েছিল।
এ অবস্থায় সড়ক বিভাগ থেকে বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনগুলোকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনগুলোকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী, আশুগঞ্জ-ভৈরব ব্রিজ ও সরাইল বিশ্বরোড হয়ে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এতে করে গতকাল দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ অংশে প্রায় ৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে, তীব্র যানজটের কারণে শতশত যানবাহনের চালকেরা পণ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে ভোগান্তির শিকার হয়।
আজ বুধবার বিকেলে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজটের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক মো. শাহজালাল আলম বলেন, ‘গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বুধবার সকালে তীব্র যানজট ছিল। কিন্তু দুপুরের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবন্ধের ব্রিজ মেরামত কাজ শেষ হয়। এজন্য ঢাকা-চট্টগ্রাম রুটে যান চলাচল শুরু হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট রুটে যানজট আর থাকবে না।’