ব্রিজ ভেঙে নদীতে পড়ল ইজিবাইক, মাদ্রাসাসুপার নিহত
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ব্রিজ ভেঙে যাত্রীবোঝাই একটি ইজিবাইক শ্রীমন্ত নদীতে পড়ে গেছে। এতে ইজিবাইকে থাকা আইয়ুব আলী (৫৫) নামের এক মাদ্রাসার সুপার নিহত ও দুজন আহত হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারের কাছে ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রিজ ভাঙার সোয়া দুই ঘণ্টা পর ঘটনাস্থলের ২০০ ফুট দূর থেকে ভাসমান অবস্থায় কলাগাছিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আইয়ুব আলীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পরই উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বক্কর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
খান মো. আবু বকর সিদ্দিকী জানান, ব্রিজটির মাঝ বরাবর ভাঙা ছিল দীর্ঘদিন ধরে। ঘটনার সময় মাদ্রাসার সুপার আইয়ুব আলী ইজিবাইকে করে তাঁর এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে মহিষকাটা বাজারে আসছিলেন। এ সময় বাজারের পাশে ব্রিজ ভেঙে ইজিবাইকটি নদীতে পড়ে যায়।
নিহত আইয়ুব আলী জেলার দুমকি উপজেলার নলদোআনি গ্রামের মৃত হাকিম আলীর ছেলে। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া অছমতিয়া এন্তেজিয়া দাখিল মাদ্রাসার সুপার। এ ঘটনায় মহিষকাটা-কলাগাছিয়া দুইপাড়ের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।