ব্লগার নীলাদ্রি হত্যা : ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস এ অভিযোগপত্র দাখিল করেন।
এ বিষয়ে আদালতসূত্রে জানা গেছে, অভিযোগপত্র দাখিলের পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তা উপস্থান করা হয়।
অভিযোগপত্রের আসামিরা হলেন— বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হক জিয়া, মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খাঁন, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতি আব্দুল গফফার, মো. মর্তুজা ফয়সল সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের বছরের ৭ আগস্ট দুপুর ১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসাভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তাঁর স্ত্রী আশা মনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা এই ব্লগারকে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী আশা মনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।