ভাইয়ের দোয়া অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বোনের মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ভাইয়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রানী বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় মোংলা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রানী বেগম খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমীনের স্ত্রী।
মোল্লাহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, ‘উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠানে আসেন রানী বেগম। আজ সকালে বাড়ি ফিরতে মহাসড়কের পাশে যানবাহনের জন্য দাঁড়িয়ে ছিলেন রানী বেগম। এ সময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রানী বেগমের গায়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই রানী বেগম মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের আরেক ভাই আবুল খায়েরের কাছে হস্তান্তর করে।’